Wellcome to National Portal

           পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।  

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                            বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


আমাদের অর্জন

বগুড়া জেলার শাজাহানপুর, শেরপুর, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা ০৬ (ছয়)টি উপজেলা নিয়ে গত ১৩/০২/২০১৬ ইং তারিখে অবিভক্ত বগুড়া পবিস বিভাজিত হয়ে বগুড়া পবিস-১ ও বগুড়া পবিস-২ গঠিত হয়েছে। গত জানুয়ারী/২০২১ মাস হতে বগুড়া পবিস-২ একক ভাবে ২য় বাইপাস, হেলেঞ্চাপাড়া, শাহজানপুর কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছে। বর্তমান সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে বগুড়া পবিস-২ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ১১ কেভি সাবমেরিন ক্যাবল সংযোগের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।

বগুড়া পবিস-২ এর সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ নিম্নরুপ:


অর্থবছর

গ্রাহক সংযোগ

নির্মিত লাইন

বকেয়া মাস

সিস্টেম লস

২০১৯-২০

27975

৩২৬ কিঃমিঃ

1.09

11.80%

২০২০-২১

২৩১১৮

২৪৩ কি:মি:

১.৩৬

১০.৭৬%

২০২১-২২ (মে’২২ পর্যন্ত)

১৫৪৩১

২৯০ কি:মি:  

১.৪২

৯.৫৩%


লক্ষ্যমাত্রা অনুযায়ী লাইন নির্মাণ ও নতুন গ্রাহক সংযোগ প্রদান অব্যাহত রয়েছে। ৯টি ৩৩কেভি সোর্স লাইন, ০৯টি উপকেন্দ্র ও ৫৩টি ১১ কেভি ফিডারের মাধ্যমে পবিস ভৌগোলিক এলাকার ৬টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১১০ মেঃওঃ। উপকেন্দ্রের ক্ষমতা ১৪৫ এমভিএ। বাপপিবোর্ডের পরিকল্পনা অনুযায়ী ০৬ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।