আসসালামু আলাইকুম। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেড়ে যাওয়ায় লোডশেডিং সমস্যা হচ্ছে। আশা করা যায় গরমের তীব্রতা কমলে লোডশেডিং সমস্যা অনেকাংশে কমে যাবে। আমাদের সম্মানিত গ্রাহকদের সাময়িক এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন সংযোগের নীতিমালা
বিস্তারিত

নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় দলিলাদি

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সংযোগ প্রত্যাশী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যুৎ সংযোগ গ্রহনের প্রক্রিয়া সহজীকরনের লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে ০৭ দিনে আবাসিক এবং ২৮ দিনে শিল্প সংযোগের জন্য সম্ভাব্য গ্রাহকদেরকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করতে হবে তা নিম্নে দেয়া হলোঃ

আবাসিক/বানিজ্যিক (এল,টি) অফ লাইন সংযোগের ক্ষেত্রেঃ

১.আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পুরনকৃত ১ কপি ছবিসহ আবেদনপত্র(মোবাইল নম্বরসহ)।

২.জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যান্টর্নি এর সত্যায়িত কপি।

৩.পুর্বে কোন স্থায়ী অথবা অস্খায়ী সংযোগ থাকলে সবশেষ পরিশোধিত বিলের ফটোকপি। 

 

আবাসিক/বানিজ্যিক (এল,টি) অন লাইন সংযোগের ক্ষেত্রেঃ

১.আবেদনকারীর  ১ কপি ছবি (মোবাইল নম্বরসহ)।

২.জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যান্টর্নি এর স্ক্যান কপি।

৩.জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি দিতে হবে।

 

আবাসিক/বানিজ্যিক (এল,টি) অফ লাইন সংযোগের ক্ষেত্রেঃ

১.আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পুরনকৃত ১ কপি ছবিসহ আবেদনপত্র(মোবাইল নম্বরসহ)।

২.জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যান্টর্নি এর সত্যায়িত কপি।

৩.পুর্বে কোন স্থায়ী অথবা অস্খায়ী সংযোগ থাকলে সবশেষ পরিশোধিত বিলের ফটোকপি।

 

সকল প্রকার শিল্প (এল,টি) অফ লাইন সংযোগের ক্ষেত্রেঃ

১.আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পুরনকৃত ১ কপি ছবিসহ আবেদনপত্র(মোবাইল নম্বরসহ)।

২.জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যান্টর্নি এর সত্যায়িত কপি।

৩.পুর্বে কোন স্থায়ী অথবা অস্খায়ী সংযোগ থাকলে সবশেষ পরিশোধিত বিলের ফটোকপি।

৪.ট্রেড লাইসেন্স অথবা শিল্প নিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি।

৫.লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ও মেমোরেন্ডাম অব আর্টিক্যালস এর সত্যায়িত কপি।

৬.অনুমোদিত লে -আউট প্লানের কপি।

 

সকল প্রকার শিল্প (এইচ,টি) অফ লাইন সংযোগের ক্ষেত্রেঃ

১.আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পুরনকৃত ১ কপি ছবিসহ আবেদনপত্র(মোবাইল নম্বরসহ)।

২.জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যান্টর্নি এর সত্যায়িত কপি।

৩.পুর্বে কোন স্থায়ী অথবা অস্খায়ী সংযোগ থাকলে সবশেষ পরিশোধিত বিলের ফটোকপি।

৩.ট্রেড লাইসেন্স অথবা শিল্প নিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি।

৫.লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ও মেমোরেন্ডাম অব আর্টিক্যালস এর সত্যায়িত কপি।

৬.প্রস্তাবিত উপকেন্দ্রের লে-আউট ও সিঙ্গেল লাইন ডায়াগ্রাম।

 

ডাউনলোড