আসসালামু আলাইকুম। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেড়ে যাওয়ায় লোডশেডিং সমস্যা হচ্ছে। আশা করা যায় গরমের তীব্রতা কমলে লোডশেডিং সমস্যা অনেকাংশে কমে যাবে। আমাদের সম্মানিত গ্রাহকদের সাময়িক এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আরইবিতে ‘শেখ রাসেল দিবস-২০২২’ উদযাপন
বিস্তারিত

প্রেস বিজ্ঞপ্তি

 

আরইবিতে ‘শেখ রাসেল দিবস-২০২২’ উদযাপন


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এ (বিআরইবি) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ‘শেখ রাসেল দিবস-২০২২’ উপলক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক গৃহীত অনুষ্ঠান সূচীর সংগে মিল রেখে সকাল ৮:০০ ঘটিকায় বিদ্যুৎ ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আরইবি’র মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন আরইবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এছাড়া, আরইবি’র সদর দপ্তর প্রাঙ্গণে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় চেয়ারম্যান মহোদয় ও সদস্যগণসহ আরইবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন-২০২২ উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক রচিত “আমাদের ছোট রাসেল সোনা” বইটি শুভেচ্ছা উপহার হিসেবে আরইবি’র কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের জন্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরইবি’র সদস্যগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আরইবি’র পাশাপাশি এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আরইবি’র সদর দপ্তর ও এর আওতাধীন ৮০টি পবিসের মূল ভবনে “শেখ রাসেল-নির্মলতার প্রতীক-দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক প্রতিপাদ্য সম্বলিত ড্রপ ডাউন ব্যানার টানানো হয়েছে এবং একই সাথে এ প্রতিপাদ্য সকল অফিসের স্ক্রলে প্রদর্শন এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাদ যোহর আরইবি’র সদর দপ্তরে এবং ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্ম Zoom এ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন আরইবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজারগণ। উল্লেখ্য, সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্য বিধি অনুসরণ করে শেখ রাসেল দিবসের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/10/2022
আর্কাইভ তারিখ
31/12/2022