আসসালামু আলাইকুম। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেড়ে যাওয়ায় লোডশেডিং সমস্যা হচ্ছে। আশা করা যায় গরমের তীব্রতা কমলে লোডশেডিং সমস্যা অনেকাংশে কমে যাবে। আমাদের সম্মানিত গ্রাহকদের সাময়িক এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিরাপদ বিদ্যুৎ ব্যবহার

নিরাপদ বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে দিক-নির্দেশনাঃ

০১।  বৈদ্যুতিক ছেঁড়া তার স্পর্শ করবেন না;ছেঁড়া তার হতে নিজে নিরাপদ থাকুন অন্যকেও নিরাপদ রাখুন।

০২।  ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ থরবেন না। বৈদ্যুতিক সকেটে কোন ধরনের ধাতব পদার্থ যেমন: আলপিন, ভোমর, কাঠি, স্কেল, লৌহ জাতীয় কোন পদার্থ ঢুকাবেন না।

০৩।  বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে ও বৈদ্যুতিক সরঞ্জামে আগুন লাগলে জরুরী ভিত্তিত্বে নিকটস্থ বিদ্যুৎ অফিসকে অবহিত করুন।

০৪। পার্শ্ব সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার বে-আইন এবং খুবই ঝুকিপূর্ন। পার্শ্ব সংযোগের তার ছিঁগে গিয়ে বা লিক হয়ে তাৎক্ষনিক বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। পার্শ্ব সংযোগ প্রদান/গ্রহন হতে বিরত থাকুন। বৈধ ভাবে বিদ্যুৎ সংযোগের জন্য সমিতিতে যোগাযোগ করুন।

০৫। হুকিং/অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারের কারনে আর্থিক জরিমানা/ফৌজদারী মামলা হতে পারে। অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করলে বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটতে পারে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

০৬। গাছ কেটে বৈদ্যুতিক তারের উপর ফেললে জীবনহানি ঘটতে পারে এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি নষ্ট হতে পারে। বিদ্যুৎ অফিস কর্তৃক বিদ্যমান লাইনের উভয় পার্শ্বে ১০ ফিট করে গাছপালা/বেড়ে উঠা ডালপালা কেটে দেয়া হয়। নিরাপত্তার স্বার্থে গাছপালা কর্তনে অফিসকে সহযোগিতা করুন এবং বৈদ্যুতিক লাইনের নীচে ঘরবাড়ী উঠানো, গাছপালা লাগানো পরিহার করুন।

০৭। সার্ভিস ড্রপ/বৈদ্যুতিক তারে ভেঁজা কাপড় শুকানো পরিহার করুন। বৈদ্যুতিক লাইনের নীচে টানা তার/খুঁটির সাথে গবাদি পশু বাধবেন না  এবং নিজেরাও হাত দিয়ে ধরবেন না।

০৮। ধর্মীয় প্রতিষ্ঠান, কলকারখানা ও গৃহস্থালী সংযোগের লক্ষ্যে ওয়্যারিং এর জন্য উন্নত মানের ও সঠিক রেটিং এর তার/সার্কিট ব্রেকার/ ফিউজ ব্যবহার করুন। যন্ত্রপাতি ও জীবনের নিরাপত্তার জন্য অবশ্যই সঠিক মানের গ্রাউন্ডিং ব্যবহার নিশ্চিত করুন।

০৯। বিদ্যুৎ সাশ্রয়ি যন্ত্রপাতি ব্যবহার করুন; পরিমিত বিদ্যুৎ ব্যবহার করুন; ঘর/কক্ষ হতে বের হওয়ার সময় ফ্যান, লাইট, এসি ইত্যাদির সুইচ বন্ধ করুন, যাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে দূর্ঘটনা না ঘটে।

১০। ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের সময় মেইন সুইচ/সার্কিট ব্রেকার বন্ধ রাখুন; সকেট হতে সকল হতে সকল সংযোগ খুলে দিন এবং টিভি হতে ডিসের সংযোগ খুলে দিন।