Bangladesh Investment Development Authority (BIDA) One Stop Service Link: //bidaquickserv.org/
বিদ্যুৎ সভ্যতার চাবিকাঠি এবং আর্থ সামাজিক উন্নয়নের পথিকৃত। সমবায়ের সার্বজনীন নীতিমালা এবং ‘লাভ নয় লোকসান নয়’এ দর্শনের উপর ভিত্তি করে এবং গ্রাহকগণকে সমিতির প্রকৃত মালিকানার স্বীকৃতি দিয়ে আর্থ–সামাজিক উন্নয়নে ‘‘লাভ নয় –লোকসান নয়“ এইভিত্তিতে প্রতিষ্ঠিত বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি- ২ গত ১৩ই ফেব্রুয়ারী ২০১৬ ইং সালে শুভযাত্রা শুরুর মাধ্যমে সমিতির আওতাভুক্ত ৬ টি উপজেলায় ১,১৩১ টি গ্রামে ৬,১০৬ কিঃ মিঃ লাইন বিদ্যুতায়নের আওতায় বিভিন্ন শ্রেণীর সর্বমোট ৪,৬০,৪১২ জন গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে। যার মাধ্যমে একদিকে যেমন বিপুল পরিমাণে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনের ব্যবস্থা গ্রহণ নিশ্চিত হয়েছে। অন্যদিকে তেমনি অধিক ফসল উৎপাদনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচী প্রভূত অবদান রেখে চলেছে। বর্তমান সরকারের পরিকল্পনা মোতাবেক গ্রাম বাংলার প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS