Wellcome to National Portal
Main Comtent Skiped

সেচ কার্যে বিদ্যুৎ ব্যবহার

উৎপাদন ঘাটতি খাকার কারণে লোড ম্যানেজমেন্টের মাধ্যমে ঘাটতি নিরসনপূর্বক সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহকে অধিক গুরুত্ব প্রদানে করণীয কাজগুলো নিম্নরূপঃ

  • নির্ধারিত সেচকালীন সময়ে পাম্প চালানো। এর ফলে সান্ধ্য/দিবা পিক-আওয়ারে লোডশেড হ্রাস পাবে।
  • এলাকা ভিত্তিক সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহে রোটেশন পদ্ধতি চালু করণ।
  • বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৮.০০ টায় বন্ধ করা। এতে প্রায় সারাদেশে বিশেষতঃ দিনের বেলায় বিদ্যুৎ চাহিদা হ্রাস পাবে।
  • দৈনিক পত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেচ পাম্প অফ-পিক সময়ে চালানোসহ বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দের জন্য উদ্বুদ্ধকরণ বিজ্ঞাপন প্রচার করা।
  • প্রয়োজনে শহর এলাকায় দিনের বেলায় (অফ-পিক সময়ে) এলাকা ভিত্তিক লোড শেডিং করা।
  • লো ভোল্টেজ সমস্যা নিরসনে স্থাপিত ক্যাপাসিটর ব্যাংক চালু রাখার ব্যবস্থা করা।
  • জরুরী ভিত্তিতে নতুন ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করা।
  • সেচ কার্যে বিদ্যুতের ব্যবহার সাশ্রয়ের জন্য সেচ সংক্রান্ত Dry and Wet পদ্ধতি প্রয়োগের প্রচারণা জোরদার করতে হবে।
  • ক্যাপসিটর নিশ্চিত করতঃ পাম্পে সংযোগ প্রদান করা।
  • সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ সহ লোড শেডিং হ্রাস স্থানীয় কর্মকর্তাদের নিয়ে লোড বন্টন ও মনিটরিং কমিটি গঠন  করা।
  • ইর্মাজেন্সি ও ট্রলিবাহিত ট্রান্সফর্মারসহ অন্যান্য মালামালের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা।