Wellcome to National Portal

Regular Pay the electricity bill. You can pay your electricity bill at home without extra cost through Rocket, Bikash, Awaya, Sure-Cash, My-Cash, U-Cash, Robi-Cash, G-Pay (Grameenphone). The schedule of possible load shedding has been released. To deal with energy crisis, follow government guidelines.Keep shops, shopping malls, markets, markets, raw markets etc. closed after 8 pm. Avoid using AC. If using AC alone, keep the temperature at a minimum of 25 degrees Celsius.Keep off the charging of motors, irons, ovens, irrigation pumps, laundries, welding machines/ mechanical workshops, easy bikes from evening till 12 midnight. In case of emergency, contact the mobile number of Palli Vidyut Samiti's complaint center. Be energy efficient.

Main Comtent Skiped


                                                          Bangladesh Investment Development Authority (BIDA) One Stop Service Link: //bidaquickserv.org/


Our Achievement

বগুড়া জেলার শাজাহানপুর, শেরপুর, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা ০৬ (ছয়)টি উপজেলা নিয়ে গত ১৩/০২/২০১৬ ইং তারিখে অবিভক্ত বগুড়া পবিস বিভাজিত হয়ে বগুড়া পবিস-১ ও বগুড়া পবিস-২ গঠিত হয়েছে। গত জানুয়ারী/২০২১ মাস হতে বগুড়া পবিস-২ একক ভাবে ২য় বাইপাস, হেলেঞ্চাপাড়া, শাহজানপুর কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছে। বর্তমান সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে বগুড়া পবিস-২ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ১১ কেভি সাবমেরিন ক্যাবল সংযোগের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।

বগুড়া পবিস-২ এর সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ নিম্নরুপ:


অর্থবছর

গ্রাহক সংযোগ

নির্মিত লাইন

বকেয়া মাস

সিস্টেম লস

২০১৯-২০

27975

৩২৬ কিঃমিঃ

1.09

11.80%

২০২০-২১

২৩১১৮

২৪৩ কি:মি:

১.৩৬

১০.৭৬%

২০২১-২২ (মে’২২ পর্যন্ত)

১৫৪৩১

২৯০ কি:মি:  

১.৪২

৯.৫৩%


লক্ষ্যমাত্রা অনুযায়ী লাইন নির্মাণ ও নতুন গ্রাহক সংযোগ প্রদান অব্যাহত রয়েছে। ৯টি ৩৩কেভি সোর্স লাইন, ০৯টি উপকেন্দ্র ও ৫৩টি ১১ কেভি ফিডারের মাধ্যমে পবিস ভৌগোলিক এলাকার ৬টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১১০ মেঃওঃ। উপকেন্দ্রের ক্ষমতা ১৪৫ এমভিএ। বাপপিবোর্ডের পরিকল্পনা অনুযায়ী ০৬ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।